অনুষ্ঠান
৩০/০১/২০১৯
‘সম্প্রীতি দিবস’ - ২০১৯
•  গান্ধী প্রয়াণ দিবসটি ‘সম্প্রীতি দিবস’ হিসাবে পালিত হল। এদিন বীরভূম জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
৩০/০১/২০১৯
৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা
•  ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার এ বছরের থিম দেশ গুয়াতেমালা। সারা বিশ্বের বইয়ের সম্ভার নিয়ে কলকাতা বইমেলা, সূচনা পর্ব থেকেই কলকাতার আকর্ষণের কেন্দ্রবিন্দু। বইপ্রেমীদের এমন সমাগম সম্ভবত বিশ্বের আর কোনও মেলায় হয় না। বইমেলার সকল অনুরাগীদের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। বই আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বন্ধু। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রীর লেখা ৭টি বই প্রকাশিত হয়। এই নিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা দাঁড়াল ৮৭।
২৮/০১/২০১৯
' খেলাশ্রী ' পুরস্কার প্রদান - ২০১৯
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এদিন ' খেলাশ্রী ' পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া জগতের সফল ও প্রতিভাবান এবং বিশিষ্ট জনকে। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে বাংলার গৌরব পুরস্কার দেওয়া হয়, এছাড়া ক্রীড়া ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য খেল সম্মান, খেলাশ্রী পুরস্কার দেওয়া হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কৃতি ক্রীড়াবিদদের সম্মানিত করেন। এদিন তিনি বলেন যে ক্রীড়া ক্ষেত্রে বাংলার আরো উন্নতির লক্ষ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য তাঁর সরকার বদ্ধপরিকর।
২৬/০১/২০১৯
৭০তম সাধারণতন্ত্র দিবস
•  ৭০তম সাধারণতন্ত্র দিবস পালিত হলো কলকাতার রেড রোডে মর্যাদার সঙ্গে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ। এদিন রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল। সেনাবাহিনী ও রাজ্য ও কলকাতাপুলিশ বাহিনীর কুচকাওয়াজ এদিনের অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। বর্ণময় শোভাযাত্রায় অংশ নেয় রাজ্যের নানান প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা।
২৩/০১/২০১৯
নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী - ২০১৯
•  এদিন দার্জিলিংয়ের চৌরাস্তায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালিত হয়। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং জি টিএ প্রধান, বিভিন্ন জনজাতি উন্নয়ন পরিষদের সভাপতি ও সদস্যবৃন্দ, উচ্চপদস্থ আধিকারিক দার্জিলিং জেলার বিশিষ্ট জন এবং অসংখ্য সাধারণ মানুষ ।
২১/০১/২০১৯
উত্তরবঙ্গ উৎসব ২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এইদিন উত্তরবঙ্গ উৎসব ২০১৯ -র উদ্বোধন করেন। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই উৎসব চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরবঙ্গের ৮ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিংপং,আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর,দক্ষিনদিনাজপুর ও মালদা জুড়ে এই উৎসব পালন করা হবে। বিগত ২০১২ সাল থেকেই এই উৎসব চলছে, উত্তরবঙ্গের ঐতিহ্য, লোক সংস্কৃতি রক্ষা, প্রতিভার স্বীকৃতি প্রদানের মাধ্যমে। এদিন শিক্ষা, সংস্কৃতি, সামাজিক কাজ, সাংবাদিকতা ও খেলাধূলার ক্ষেত্রে উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টজনকে ' বঙ্গ রত্ন ' পুরস্কার প্রদান করা হয়।
০৪/০১/২০১৯
রাঙ্গামাটি ক্রীড়া উৎসব, বীরভূম
•  বাংলার ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে যুব সমাজকে উৎসাহিত করতে অন্যান্য বছরের মতোই অনুষ্ঠিত হলো জঙ্গল মহল কাপ। এদিন তার পুরস্কার বিতরণ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বাউল ও লোক উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে। এছাড়া প্রথম রাঙ্গামাটি ক্রীড়া উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বীরভূম জেলার কয়েক হাজার অংশগ্রহণকারীর উপস্থিতিতে সফল ও সার্থক হয়ে ওঠে ক্রীড়া অনুষ্ঠানটি। এবারের বাউল ও লোকউৎসবে এক হাজারেরও বেশী সংখ্যক শিল্পী তাঁদের সঙ্গীতের মূর্ছনায় আবিষ্ট করেন অগণিত শ্রোতাকে।