অনুষ্ঠান
১১/০৫/২০২৩
প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ - ২০২৩
•  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন মাননীয় বিচারপতি টি এস শিবাগ্ননম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাননীয় প্রধান বিচারপতিকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
১০/০৫/২০২৩
বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর উদযাপন - ২০২৩
•  ১৭৫ বছরে পদার্পণ করলো বেথুন কলেজিয়েট স্কুল। এই উপলক্ষে স্কুলে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নারী শিক্ষা প্রসারে অমূল্য অবদানের জন্য বেথুন স্কুলকে তিনি 'বাংলা রত্ন পুরস্কার' প্রদান করেন। এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষার সঙ্গে যুক্ত সকল কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। ছাত্রীদের আন্তরিক শুভ কামনা জানান তিনি।
০৯/০৫/২০২৩
রবীন্দ্র জয়ন্তী - ২০২৩
•  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি বিশ্ববন্দিত শ্রেষ্ঠ চিন্তাবিদ। এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার, নন্দন চত্বরের চারটি স্থানে বিশেষ অনুষ্ঠান আয়োজিত করেছে যা চলবে ২৪ মে, ২০২৩ পর্যন্ত। শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, একতারা মুক্ত মঞ্চ এবং বাংলা অ্যাকাডেমির সভাঘরে প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে কবিপ্রণাম পর্ব যেখানে বাংলার প্রায় ৩,০০০ শিল্পী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন। তদুপরি, রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন বিষয়ক একটি প্রর্দশনী আয়োজিত হয়েছে, গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায়, যেটি চলবে ২৪ মে, ২০২৩ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে ৯টা।
০৮/০৫/২০২৩
‘খাদ্য ছায়া’ ক্যান্টিনের উদ্বোধন - ২০২৩
•  রাজ্য সরকারের উদ্যোগে ‘খাদ্য ছায়া’ প্রকল্পের অধীনে সারা রাজ্যে ৫০টি ক্যান্টিনের উদ্বোধন করা হল, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।