অনুষ্ঠান
২৪/০৭/২০১৪
মহানায়ক উত্তম কুমার - ২০১৪
•  বিগত দু বছরের মত এই বছরেও মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করল রাজ্যসরকার। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট শিল্পী-কলাকুশলীদের বিশেষ সম্মান ও সারা জীবনের অবদানের স্বীকৃতিও দেওয়া হল। নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের মহানায়ক সম্মান পেলেন জনপ্রিয় তারকা দেব বর্ষীয়ান এবং অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জী । মহানায়িকার সম্মান পেলেন মুনমুন সেন। বিশেষ সম্মান পেলেন হিরণ চ্যাটার্জী, আবির চ্যাটার্জী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঋত্বিক চক্রবর্তী,খরাজ মুখার্জী, রুদ্রনীল ঘোষ, অরিন্দম শীল, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জী, পাওলি দাম, নুসরত জাহান, শ্রীলা মজুমদার এবং অনুরাধা রায়। চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য সম্মান পেলেন চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্কর এবং দেবশ্রী রায়। সংগীতে সারা জীবনের অবদানের জন্য সম্মানিত করা হল কন্ঠশিল্পী কুমার শানুকে। বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন সংগীত পরিচালক শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী এবং অধীর চ্যাটার্জী। বিশেষ পুরষ্কার পেলেন চিত্রগ্রাহক শীর্ষ রায় এবং সৌমিক হালদার। চলচ্চিত্র সম্পাদনায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন বোধাদিত্য ব্যানার্জী এবং দেবকান্ত চক্রবর্তী। নিশপাল রানেকে শ্রেষ্ঠ প্রযোজকের পুরষ্কার দেওয়া হয়। দীপঙ্কর চাকী এবং গৌতম নাগ সম্মানিত হলেন শব্দগ্রহণের জন্য। আজাদ আহমেদকে সম্মানিত করা হয় শ্রেষ্ঠ প্রসাধন শিল্পী হিসাবে। শিল্প নির্দেশনার জন্য তন্ময় চক্রবর্তী, গৌতম বসু আর পোষাক পরিকল্পনার জন্য সাবর্ণী দাসকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়। চলচ্চিত্র নির্দেশনার জন্য বিশেষ পুরষ্কার পেলেন স্বপন সাহা, কমলেশ্বর মুখার্জী এবং প্রদীপ্ত ভট্টাচার্য।