খবর
৩১/১০/২০১৮
•  উত্তরবঙ্গ সফরকালীন, আজ জলপাইগুড়ি জেলার টিয়াবন মাঠে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মানুষকে পরিষেবা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বহু সংখ্যক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন জানান যে ধারাবাহিক ভাবে উত্তরবঙ্গের উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, উন্নয়নের এই ধারাকেই আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, জানান। এই অনুষ্ঠানের পর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খতিয়ান নিতে একটি প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সময়মত সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছচ্ছে কিনা তা নিয়েও আলোচনা হয়।
৩০/১০/২০১৮
•  উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন কোচবিহারের রাসমেলা মাঠ প্রাঙ্গনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই জেলায় একগুচ্ছ নতুন প্রকল্প শুরু করা হয়েছে যার মাধ্যমে জেলার স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিকাঠামো, যোগাযোগ, দক্ষতা উন্নয়ন, কর্ম সংস্থান ক্ষেত্রে উন্নতি হবে। এর মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন হবে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে একগুচ্ছ সরকারি পরিষেবাও প্রদান করা হয়।
২৯/১০/২০১৮
•  উত্তর বঙ্গে জেলা সফরে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ আজ কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে নবনির্মিত অডিটোরিয়াম ‘উৎসব’-এর উদ্বোধন করেন তিনি৷ এই অডিটোরিয়ামের উদ্বোধনের পাশাপাশি এখানে তিনি কোচবিহার জেলার আধিকারিদের প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে জেলার উন্নয়নের গতি প্রকৃতি খতিয়ে দেখে মাননীয়া মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে উন্নয়ন কর্মসূচীতে আরও গতি আনার নির্দেশ দেন।
২৬/১০/২০১৮
•  কলকাতার আলিপুরে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের অতিথিশালা ‘সৌজন্য’ -র উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ রাজ্যের এই ধরণের আধুনিক অতিথিশালা এই প্রথম। ২০১৫ সালের জুন মাসে ‘সৌজন্য’-র শিলান্যাস ও নামকরণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই অতিথিশালায় আছে কমিউনিটি হল, কনফারেন্স রুম, স্পেশ্যাল কোর্ট ইয়ার্ড। আন্তর্জাতিক মানের বৈঠক করার সব সুবিধাই থাকছে এই অতিথিশালায়। এদিন উত্তর ২৪ পরগণার রাজারহাট, হাড়োয়া ও ভাঙড়-২ ব্লকে আর্সেনিক -মুক্ত পানীয় জলপ্রকল্প-এর শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী সৌজন্যের অনুষ্ঠান মঞ্চ থেকে।
২৩/১০/২০১৮
•  কলকাতার রেড রোডে শহরের সেরা প্রতিমাগুলিকে নিয়ে বিশেষ বিসর্জন শোভাযাত্রা শুরু হয়েছিল ২০১৬ সাল থেকে। মানুষ যাতে বিসর্জনের আগে একসঙ্গে সেরা প্রতিমা দেখার সুযোগ পান সেই কারণেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এই উদ্যোগ নেন। আজ এই দুর্গা কার্নিভালের তৃতীয় বর্ষ।আলোর সাজে তুলে ধরা হল রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, শিশু সাথী, সেফ ড্রাইভ সেভ লাইফ, খাদ্যশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে। এছাড়াও বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা হল বাংলার সংস্কৃতি ও শিল্প ভাবনাকে। এবছর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে ৭৫টি পুজো কমিটি। এদিন রেড রোডের কার্নিভালে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের আধিকারিক সহ বিদেশী অতিথিরা এবং অগণিত সাধারণ মানুষ।
১৮/১০/২০১৮
•   রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/১০/২০১৮
•  ২০১৮ সালের দুর্গা পুজোর প্রাক্কালে সকলকে শারদ উৎসবের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/১০/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আজ কলকাতার বড়বাজারের পোস্তায় একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উৎসব সকলকে শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও একতা প্রদান করুক বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী ।
০৪/১০/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে হিন্দী ভাষী মানুষের দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর পর তিনি, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০৩/১০/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের গাজলডোবায় তৈরী হচ্ছে এক বিশ্বমানের পর্যটন কেন্দ্র। ২১০ একর জমি নিয়ে গড়ে উঠবে এই বহুমুখী পর্যটন হাব, নাম ‘ভোরের আলো’। উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন এই প্রকল্পটির উদ্বোধন করেন। হিমালয়ের পাদদেশে এই জল-জঙ্গল-পাহাড়ময় পরিবেশ সার্বিকভাবেই পর্যটকদের কাছে বিশ্বমানের গন্তব্য হয়ে ওঠার জন্য আদর্শ। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া তিনি সকলকে ‘ভোরের আলো’য় ভ্রমণের জন্যে আহ্বান জানান।
০২/১০/২০১৮
•  কলকাতার বেলেঘাটার গান্ধী ভবনে মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পূর্ব মেদিনীপুর জেলায় মহাত্মা গান্ধীর নামে একটি বিশ্ব বিদ্যালয়, গান্ধী ভবনের সংস্কার ও গান্ধী মিউজিয়ামের শিলান্যাস একই মঞ্চ থেকে করেন এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের হস্তক্ষেপে, পূর্বে ‘হায়দরি মঞ্জিল’ নামে পরিচিত গান্ধী ভবনের পূর্ণ সংস্কার এবং গান্ধীজী নামাঙ্কিত সংগ্রহশালা নির্মাণ করা হবে বলে জানান তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবসে বেলেঘাটার এই ভবনেই উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে গান্ধীজীর লেখা ‘মাই অটোবায়োগ্রাফি’ বইটি সাঁওতালি (অলচিকি) লিপিতে (বাংলা অনুবাদসহ) প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন গান্ধীজীর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন চেয়ার-এর সূচনা করা হবে শীঘ্রই। এছাড়া আগামী গান্ধী জয়ন্তীতে রাজ্যে ‘ডান্ডি অভিযান’-এর আদলে পদযাত্রার আয়োজন করা হবে।